বাবা দিবস কবেঃ প্রতি বছর বাবা দিবস পালিত হয় জুন মাসের ৩য় রবিবার।
তাই এই বছর ২০ জুন বাবা দিবস হচ্ছে। বাবা দিবস নিয়ে অনেকের মাঝে অনেক দিমত থাকে। কারন অনেকে বলে থাকে বাবাকে এক দিনের সম্মান দিয়ে কনো লাভ নেয়। বাবাকে সারা জীবন সম্মান ও ভালবাসতে হবে। তবে কেউ কেউ বলে থাকে বাবাকে সারাজীবন সম্মান ও ভালবাসতে হবে আর বাবা দিবসে বাবার জন্য কিছু স্পেশাল উপহার দিয়ে সম্মান করা হয় যাতে একজন বাবা অনেক খুশি হলো যে তার সন্তান তাকে উপহার কিনবা বাবা দিবসে আরো সম্মান ও স্পেশাল কিছু করেছে। হ্যা এটা ঠিক বাবাকে সম্মান ও স্পেশাল কিছু উপহার দেওয়ার জন্য বাবা দিবসের জন্য উপেক্ষা করতে হবে না।বছরের যে কনো দিন উপহার দেওয়া যায়।নিচে বাবা দিবসের জন্য ছবি ও ফেসবুক স্ট্যাটাস দেওয়া হলো
বাবা হলো ছোট বেলার খেলার সাথী
বাবা নিজের শত কষ্ট ভুলে। নিজের জন্য কিছু না করে পরিবারের জন্য লড়ে যায়।
বাবা তোমায় অনেক ভালবাসি বাবাকে এক দিনের জন্য ভালোবাসা না বাবাকে সারা জীবনের জন্য ভালোবাসেন।
সব বাবার কাছে তার মেয়ে রাজ কন্যা
বাবা যে জাতি হক না কেন সন্তানের জন্য বাবা সব করতে পারে আমি তোমাকে অনেক ভালবাসি বাবা
বাবা নামটার মাঝে কেমন জানি একটা আপন আপন অনুভুতি লুকিয়ে থাকে
ছোট বেলার সব মজার মূহুর্ত গুলো আমরা ভুলে গেলেও একজন বাবা কখনো ভুলতে পারে না
একজন বাবা শত কষ্ট হলেও তার পরিবারের জন্য খেটে যায়।
একজন বাবা তার পরিবারের জন্য সব কষ্ট মেনে নেয়।
ঝড় আসলেও বাবা তার সন্তানের হাত ছেড়ে দেবে না
Comments
Post a Comment